শিল্পীদের বয়কট করা সমর্থন করেন না। বৃহস্পতিবার এ কথা সাফ জানিয়ে দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের অবস্থানের ভিন্ন মেরুতে কুণাল ঘোষ। নিজের বয়কট মন্তব্যেই অনড়। এই প্রসঙ্গে কংগ্রেস নেতা অধীর চৌধুরী বলেন,'দিদিকেই নেতৃত্ব দিয়ে ঠিক করতে হবে। আমরা শিল্পীদের অধিকারের পক্ষে। ভারতের যে কোনওপ্রান্তে মানুষের মতপ্রকাশের অধিকারের পক্ষে আমরা। দিদি ধমক দিলে আবার ঠিক হয়ে যাবে'।