কালীগঞ্জে নিহত বালিকা তামান্নার বাড়িতে গেলেন অধীর চৌধুরী। তামান্নার মায়ের সঙ্গে কথা বলেন। তামান্নার মা জানালেন, বিধায়ক একবারও আসেননি। উপনির্বাচনের ফলপ্রকাশের দিন শাসক দলের বিজয় মিছিল থেকে ছোড়া বোমায় মৃত্যু হয় ৯ বছরের তামান্নার।