ইলেক্ট্রি পোলে শট লেগে মৃত্যু ১৩ বছরে বালকের। ঘটনাটি ঘটেছে আসানসোলর জামুড়িয়ার থানার শ্রীপুর ফাঁড়ির অন্তর্গত নিঘা নীচু সেন্টার পাড়া এলাকায় ,স্থানীয় সূত্রে জানাগিয়েছে যায় আজ সকাল ৯ টা ৩০ মিনিট নাগাদ খেলার সময় ছেলেটির হাতে থাকা একটি স্টিলের পাইপ কোনো কারণে ইলেট্রিক পোলে লেগে গেলে ছেলেটি মাঠিতে লুটিয়ে পড়ে। স্থানীয়রা দেখতে পেয়ে তড়িঘড়ি তাকে আসানসোল জেলা হাসপাতলে নিয়ে আসে চিকিৎসার জন্য। হাসপাতালে আনার পর চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায় ।