মধ্য বঙ্গোপসাগরের (Bay of Bengal) ওপর আগামী ২৪ ঘন্টার ভেতর একটি নিম্নচাপ (Depression) তৈরি হওয়ার পর ৪৮ ঘন্টার ভেতর আরও একটু শক্তিশালী হয়ে উত্তর পশ্চিম দিকে যাবে। এর প্রভাবে দক্ষিণবঙ্গের (South Bengal) জেলাগুলিতে ১২ থেকে ১৪ তারিখ পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভবনা আছে এর ভেতর দক্ষিন ২৪ পরগনা এবং মেদিনীপুরে বেশি বৃষ্টি হবে। যারা মাছ ধরতে যান তাদেরকে ১২ থেকে ১৪ তারিখ সমুদ্রে যেতে মানা করা হয়েছে এবং যারা গিয়েছেন তাদেরকে ১১ তারিখের ভিতর ফেরত আসতে বলা হয়েছে। দক্ষিণ ২৪ পরগনা এবং মেদিনীপুরে ৪০ থেকে ৪২ কিমি বেগে ঝড়ো হাওয়া বইতে পারে বলে সতর্কতা দেওয়া হয়েছে।