কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গে (south Bengal) চলছে বৃষ্টি। আগামিকাল মঙ্গলবারও বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Office)। হাওয়া অফিস জানাচ্ছে, এই মুহূর্তে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও সংলগ্ন অঞ্চলে একটি ঘূর্ণাবর্ত রয়েছে। পাশাপাশি মৌসুমী অক্ষরেখা গয়া থেকে কলকাতার ওপর দিয়ে দক্ষিণপূর্ব দিক হয়ে উত্তরপূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। যার ফলে চলছে এই বৃষ্টি। আবহাওয়াবিদরা জানাচ্ছেন, আজ ভারী থেকে অতিভারী বৃষ্টির হতে পারে কলকাতা (kolkata), হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা ও নদিয়ায়। পাশাপাশি দুই মেদিনীপুর, দুই বর্ধমান, ঝাড়গ্রাম, বাঁকুড়া ও পুরুলিয়ার দু-একটি জায়গাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।