আগামিকাল শুক্রবার থেকে ফের ঘূর্ণাবর্তের পূর্বাভাস। আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Office) জনাচ্ছে, মায়ানমার উপকূলে একটি ঘূর্ণাবর্ত রয়েছে। সেটা উত্তর পশ্চিম দিক হয়ে ২৪ তারিখ পূর্বমধ্য ও উত্তরপূর্ব বঙ্গোপাসাগরে (Bay Of Bengal) একটি নিম্নচাপ সৃষ্টি করতে পারে। তারপর নিম্নচাপটির উত্তরপশ্চিম দিকে এগিয়ে পরবর্তী ৪৮ ঘণ্টায় ওড়িশা উপকূলে পৌঁছনোর সম্ভাবনা রয়েছে। আর ওড়িশা পশ্চিমবঙ্গের উপকূলবর্তী হওয়ায় ২৬ ও ২৭ তারিখ বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের জেলায় জেলায়।