নিম্নচাপ ১২ ঘন্টায় ঘূর্ণিঝড় (Cyclone) এ পরিণত হবে। ২৬ তারিখ এটি বিশাখাপত্তনম ও গোপালপুরে প্রবেশ করবে। এখন এই নিম্নচাপ (Depression) রয়েছে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে (Bay of Bengal)। দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলি, দুই মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া ও পশিমের জেলাগুলিতে ভারী বৃষ্টি হবে। কলকাতাতেও সোমবার থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।