মমতার থেকে বামপন্থীরা ভালো ছিলেন। শিলিগুড়ির সভায় দাবি করলেন অমিত শাহ। পাল্টা অভিষেক বলেন,'অমিত শাহ বাংলার ইতিহাস জানেন না। সিপিএম আমলে মানুষ অত্যচারিত হয়েছে, সে ব্যাপারে ধারণা নেই। আগে বাংলার ইতিহাস পড়ে আসতে বলুন'।