চলছে Shraavana মাস। আর শ্রাবণ মাসে সর্বত্রই Mahadev র বিশেষ পুজো হয়। আর এবার এমন এক ঘটনা ঘটে গেল যা শুনলে আপনারও চোখ কপালে উঠবে। মাটি খুঁড়তেই মিলল শিবলিঙ্গ। যার ফলে শোরগোল পড়ে গেল গোটা এলাকায়। ঘটনাটি ঘটেছে Paschim Bardhaman র রানীগঞ্জে। মাটি খুঁড়তে গিয়ে উঠে আসে প্রাচীন শিবলিঙ্গটি। মুহূর্তে ভিড় জমে যায় এলাকায়। জানা গিয়েছে, পশ্চিম বর্ধমান জেলার Raniganj র বল্লপুরের ভট্টাচার্যপাড়ায় নর্দমা তৈরির কাজ চলছিল। হঠাৎই এক শ্রমিকের কোদাল ধাক্কা লাগে সাদা রঙের এক পাথরে। প্রথমে সাধারণ পাথর ভেবেছিলেন শ্রমিকরা। কিন্তু মাটি পরিষ্কার হতেই দেখা যায়, সেটি আসলে একটি প্রাচীন শিবলিঙ্গ।