শিলিগুড়িতে পথকুকুর উদ্ধারকারী সেন্টারে পালিত হল কুকুর তিহার পুজো। দীপাবলির দিন পশুপ্রেমীরা এই পুজো করলেন। সম্মান জানানো হল কুকুরদের। গলায় গাঁদার মালা পরিয়ে পুজো করা হল একাধিক পথকুকুরকে। কুকুর তিহার একটি মিনি ফেস্টিভ্যাল যেখানে আলোর উৎসবের মাঝেই সারমেয়দের সম্মান করা হয়।