শনাক্ত করতে গিয়ে কাউকে চিনতে পারেননি নিহত ছাত্রনেতা আনিস খানের বাবা। উলুবেড়িয়া সংশোধনাগারে আজ দুপুরে অভিযুক্তদের শনাক্ত করতে গিয়েছিলেন আনিস খানের বাবা সালেম খান। আনিসের মোবাইল ফোনটিও SIT এর তুলে দিন তিনি। আনিস কাণ্ডে গ্রেফতার হওয়া হোমগার্ড কাশীনাথ বেরা ও সিভিক ভলান্টিয়ার প্রীতম ভট্টাচার্যকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেয় উলুবেড়িয়া আদালত। উলুবেড়িয়া সংশোধনাগারে দুই অভিযুক্তকে শনাক্ত করার জন্য নিয়ে যাওয়া হয় সালেম খানকে। সেখান থেকে ফিরে তিনি জানান। যাঁদের চিনতে পারব, তাঁদের এখানে দেখতে পাইনি। এদিকে আনিসের বাড়িতে অপেক্ষা করছিলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু ও সিপিএম-এর রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র। উলুবেড়িয়া সংশোধনাগার থেকে ফিরে তাদের সঙ্গে দেখা করেন সালেম খান।