শনিবার ভোররাতে ফের উত্তেজনা আমতার মৃত ছাত্রনেতা অনিস খানের গ্রামে। গ্রামবাসীর রোষের মুখে পুলিশ। এদিন ভোর রাতে হঠাৎই ওই এলাকা ঘিরে ফেলে বিশাল পুলিশবাহিনী। উপস্থিত ছিলেন অ্যাডিশনাল এসপি ইন্দ্রজিৎ সরকার ও আমতা টু এর বিডিও মাসুদুর রহমানও। পুলিশ সূত্রে খবর, আনিস খানের মৃতদেহ ময়নাতদন্তের জন্য কবর থেকে তুলতে এসেছিলেন তারা। এ কথা জানতে পেরেই ক্ষোভে ফেটে পড়েন গ্রামবাসী। তাদের দাবি, কোর্টের নির্দেশ অনুযায়ী স্পেশাল ইনভেস্টিগেশন টিমের আধিকারিকদের বলা হয়েছিল সোমবার সকাল দশটার সময় আনিসের কবর থেকে মৃতদেহ বের করে ময়নাতদন্তের পাঠানো হবে। তাহলে কোনো রকম বৈধ কাগজপত্র না নিয়ে রাতের অন্ধকারে কেন লুকিয়ে মৃতদেহ তুলতে এল পুলিশ। এ নিয়েই বিশাল পুলিশবাহিনীকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকে গ্রামবাসীরা। অবশেষে স্থানীয় বাসিন্দাদের বিক্ষোভের মুখে পড়ে অবশেষে সকাল ছটা নাগাদ বাধ্য হয়ে ফিরে যায় বিশাল পুলিশ বাহিনী।