সিবিআই এর নোটিশ এর প্রেক্ষিতে অনুব্রত মণ্ডলকে রক্ষাকবচ দিল হাইকোর্ট। তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে এখনই কঠোর পদক্ষেপ করতে পারবে না সিবিআই, নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। বিচারপতি রাজশেখর মন্থার নির্দেশে জানান, অনুব্রত মণ্ডল ভোট পরবর্তী হিংসার এই খুনের মামলায় মূল অভিযুক্ত নন। এফআইআরে সরাসরি তার নামও নেই। ফলে হাইকোর্টের নির্দেশ ছাড়া সিবিআই তার বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে পারবে না। কিন্তু অনুব্রত মণ্ডল কেও এই তদন্তে সহযোগিতা করতে হবে। সিবিআই এর পরবর্তী নোটিশে দুর্গাপুরের ক্যাম্পে গিয়ে তাকে হাজিরা দিতে হবে, নির্দেশ কলকাতা হাইকোর্টের।