অনুব্রত মণ্ডল কোর কমিটির চেয়ারপার্সন নয়। এই বিষয়টি শনিবার, ১৬ নভেম্বর কোর কমিটির বৈঠকের পর সাংবাদিকদের জানিয়েছিলেন কাজল শেখ। রবিবার, ১৭ নভেম্বর সেই কাজল শেখের বক্তব্যকেই কার্যত সমর্থন করলেন বীরভূমের সাংসদ শতাব্দী রায়। এদিন বীরভূমের রামপুরহাটে একটি দলীয় কর্মসূচিতে যোগ দেওয়ার পর সংবাদিকদের প্রশ্নের উত্তরে বীরভূমের সাংসদ শতাব্দী রায় জানান, মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে দল চলে। অনুব্রত মণ্ডল চেয়ারপার্সন হলে দল চিঠি দিয়ে জানাবে।