সারা রাজ্য তথা গোটা দেশজুড়ে দিনভর এমন কিছু ঘটনা ঘটে যায়, যা রীতিমতো শিরোনামে উঠে আসে। বিভিন্নমহলে শুরু হয়ে যায় চর্চা। এই প্রতিবেদনেও আপনাদের তেমনই একটি ঘটনার কথা জানাব, যা নিয়ে ইতিমধ্যেই রাজ্যে আলোচনার বিষয়বস্তু হয়ে উঠেছে। চলুন এবার ঘটনাটা আপনাদের জানাই। কপালে গেরুয়া রঙের টিকা থাকায় BJP কর্মী মনে করে এক সেনা কর্মীকে মারধরের অভিযোগ উঠল। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানে। জানা গিয়েছে, ছুটির শেষে কাজে যোগ দিতে যাচ্ছিলেন বিশ্বজিৎ পাল নামে ওই সেনাকর্মী। বাড়ি থেকে বাসে করে যাচ্ছিলেন বর্ধমান স্টেশনে। আর বাসের মধ্যেই ওই সেনাকর্মীকে মারধর করা হয় বলে অভিযোগ। ঘটনায় আক্রান্ত ওই সেনাকর্মী ভাতার থানায় অভিযোগ জানিয়েছেন বলে জানা যাচ্ছে। তবে Police র তরফ থেকে সেই অভিযোগ পত্রের কোনও রিসিভ কপি তাঁকে দেওয়া হয়নি বলেই দাবি ওই সেনাকর্মীর।