আসানসোলের মানুষের কাছে বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পলকে ভোট দেওয়ার আবেদন অভিনেতা মিঠুন চক্রবর্তীর। এদিন একটি ভিডিও বার্তার মাধ্যমে তিনি বলেন, ‘আমার সঙ্গে অগ্নিমিত্রার ভাই-বোনের সম্পর্ক। আমার সুখে দুখে সব সময় পাশে থাকে। কিন্তু আমার থেকে কিছু চায় না। ও শুধু চায় মানুষের সেবা করতে। ওকে জিতিয়ে নিয়ে আসুন, ও আপনার পাশে সব সময় থাকবে। ভয় না পেয়ে ভোট দিন।’ পাল্টা তৃণমূল নেতা কুনাল ঘোষ কটাক্ষ করে বলেন, ‘এই নাটক কতদিন চলবে। এই ভাই বোনের রাজনীতি করতে গিয়ে কোথায় নামাচ্ছেন নিজেকে। এই ভাই বোনের নাটক করে নিজের ধান্দাবাজির রাজনীতি দয়াকরে করবেন না।’