ভয়ঙ্কর ছবি দেখা গেল মুড়িগঙ্গায়। আস্তে আস্তে ডুবছে বাংলাদেশি বার্জ। উদ্ধার করল ভারতের পুলিশ। শুক্রবার ভোররাতে বার্জটি ডুবতে দেখেন এ রাজ্যের মৎস্যজীবীরা। খবর দেওয়া হয় গঙ্গাসাগর থানায়। ১৬ জনকে উদ্ধার করে সাগর থানার পুলিশ। বার্জে ফ্লাই অ্যাশ বোঝাই করা রয়েছে। স্বাভাবিকভাবে তা নদীর জলে মিশে ব্যাপক দূষণের আশঙ্কা তৈরি হয়েছে।