আজতাক বাংলার হাতেনাতে ধরা পড়লো বাংলাদেশ থেকে বেআইনিভাবে ভারতে অনুপ্রবেশকারী এক যুবক। দালালদের ১২ হাজার টাকা দিয়ে চোরাপথে নদী পেরিয়ে ভারতের প্রবেশ করেছিল সে। তারপর থেকে ভারতেই পাগল সেজে ঘুরে বেড়াচ্ছে। সঙ্গে নেই ভিসা বা কোনও পরিচয়পত্র। তবে তিনি বাংলাদেশি যুবক এবং বেআইনিভাবে ভারতীয় অনুপ্রবেশ করেছেন বলে নিজেই স্বীকার করলেন আমাদের ক্যামেরার সামনে। প্রকাশ্য দিবালোকে বিএসএফ এবং বিডিআর এর চোখ কে ফাঁকি দিয়ে কিভাবে নদী পেরিয়ে ভারতের প্রবেশ করেছিলেন শোনালেন সেই ঘটনার কথাও।