বাঁকুড়া জেলার মেজিয়া শিল্প করিডোর হিসেবে বিখ্যাত। এখানেই অবস্থিত দামোদর ভ্যালি কর্পোরেশনের মেজিয়া থার্মাল পাওয়ার প্ল্যান্ট। দামোদর ভ্যালি কর্পোরেশনের পাওয়ার প্ল্যান্টের কাজের সঙ্গে এলাকার ভেতরের বনভূমি রক্ষণাবেক্ষণের জন্য দামোদর ভ্যালি কর্পোরেশন এবং ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট ডিপার্টমেন্টের যৌথ উদ্যোগে তিনশোরও বেশী ঠিকা শ্রমিক কুড়ি বছর ধরে কর্মরত ছিল। আজ হঠাৎ করে সেই কর্মীরা যখন কাজে যোগ দেওয়ার জন্য যায় তারা গিয়ে দেখে দামোদর ভ্যালি কর্পোরেশনের ফরেস্ট অফিসে তালা দেওয়া। ফলে শ্রমিকেরা দামোদর ভ্যালি কর্পোরেশনের কাছে এই ব্যাপারে জানতে গেলে কর্তৃপক্ষ জানায় এই ব্যাপারে তারা কিছু জানেনা, ফরেস্ট ডিপার্টমেন্ট জানে। দীর্ঘ কুড়ি বছর ধরে কাজ করা শ্রমিকেরা হঠাৎ করে বিনা নোটিশে কাজ হারানোর জন্য তারা আন্দোলনের পথকে বেছে নেয়।