করোনা অতিমারির জেরে একটা বড় সময় স্কুল-কলেজ সহ রাজ্যের সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ছিল। আর তাতেই কপাল পুড়েছে প্রতিমা সাজ শিল্পীদের। পুজো অনেক কম হওয়ায় অর্ডার নেই বললেই চলে। সরস্বতী পুজোর আগের ব্যস্ততা নেই। পুজোর দিন কয়েক আগে একপ্রকার বসেই দিন কাটছে তাদের। সরকার থেকে ঋণ বা কোন আর্থিক সাহায্য পেলে শিল্পকে বাঁচিয়ে রাখা যাবে বলেই মতামত শিল্পীদের।