বিপদ কি ফের ধেয়ে আসছে বাংলায়? ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হয়ে বাংলায় তাণ্ডব চালাবে না তো? এই আশঙ্কাই কিন্তু ঘোরাফেরা করছে আলিপুর আবহাওয়া দপ্তরের বক্তব্যে। বঙ্গোপসাগরে আবার সাইক্লোনিক ঘূর্ণি, তৈরি হচ্ছে ঘূর্ণিঝড় ফেঙ্গাল? ডানার তাণ্ডবের পরে নতুন করে যে অসনি সংকেত শুনিয়েছে হওয়া অফিস তাতে কিন্তু চিন্তায় গোটা বঙ্গবাসী। কিন্তু এই তাণ্ডবের প্রভাব কি আদৌ বাংলায় পরবে? কিছুদিনের মধ্যেই সব পরিষ্কার হয়ে যাবে। হাওয়া অফিস জানাচ্ছে, দক্ষিণ আন্দামান সাগর সংলগ্ন এলাকায় ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। শনিবারের মধ্যে ঘুর্নাবর্ত দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে নিম্নচাপে পরিণত হবে। শ্রীলঙ্কা উপকূল ও তামিলনাডু সংলগ্ন দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে সোমবার এই নিম্নচাপ আরও শক্তিশালী হতে পারে।