বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের আজ দ্বিতীয় দিন। রাজ্যে অঙ্গ প্রতিস্থাপন হাসপাতাল করতে চান ডাক্তার দেবী শেঠি। আর সে জন্য রাজ্য সরকারের কাছে জমি চাইলেন। এছাড়া রাজ্যে স্বাস্থ্য ব্যবস্থা উন্নয়নের জন্য বেশকিছু দিশা দেখান তিনি। তিনি বলেন কলেজে পড়ে নার্স হওয়া যায় না। দরকার হয় হাতে কলমে রোগীকে পরিষেবা দেওয়া। রোগীকে পরিষেবা দেওয়ার জন্য প্রচুর নার্সের প্রয়োজন রাজ্যে। তাই রাজ্যে এক হাজার নার্সিং কলেজ তৈরির পরামর্শ দেন।