শিলিগুড়িতে দুই বিহারি যুবককে মারধরের অভিযোগ উঠেছে বাংলাপক্ষের দুই সদস্যের বিরুদ্ধে। অভিযুক্তদের গ্রেফতার করেছে পুলিশ। আধা সামরিক বাহিনীর নিয়োগ পরীক্ষার জন্য এ রাজ্যে এসেছিলেন বিহারের কয়েকজন পরীক্ষার্থী। তাঁদের মধ্যে দুজনকে মারধর করার অভিযোগ উঠেছে ধৃতদের বিরুদ্ধে। গোটা ঘটনায় উত্তাল দেশের রাজনীতি। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে নিশানা করেছে বিজেপি। এ নিয়ে বাংলাপক্ষের সুপ্রিমো গর্গ চট্টোপাধ্যায় দাবি করেন,'ওরা দুজন জাতীয় নায়ক। অন্য রাজ্য হলে বাঁশপেটা করত'।