'দু দফায় ভোটে কোনো আপত্তি নেই। যদি শান্তিপূর্ণ ভাবে ভোট করতে পারে কমিশন। নিয়ম একদফায় করার। তবে যা ইভিএম আছে তাতে ভাগ করে করতে হচ্ছে হয়ত কমিশনকে।' ঝাড়গ্রামে জেলা কমিটির মিটিং-এ এসে এমনটাই জানালেন সিপিআইএম নেতা বিমান বসু। পাশাপাশি তৃণমূলকে কটাক্ষ করে বলেন, 'এবার নতুন কায়দায় ভোট লুঠ হয়েছে। মৃত ব্যাক্তিরা প্রতি ওয়ার্ড ভোট দিয়েছে, বিদেশে থাকা ব্যাক্তিরা ভোট দিয়েছে এবার। কলকাতা কর্পোরেশনের ইতিহাসে কোনওদিনও যা হয়নি এবার তা হয়েছে।'