বিরাটির কাছে রেললাইনের ধারে বর্ধন পাড়ায় আগুনে ভষ্মীভূত হয়ে যায় একটি বাড়ি। আগুনের গ্রাসের সম্পূর্ণ ভাবে পুড়ে ছাই হয়ে যায় বাড়িটি। লাইনের ধার ধরে প্রায় দেড়শ পরিবার থাকে। হঠাৎ সকালে আগুন লাগে। আগুন লাগার সঙ্গে সঙ্গে এলাকার মানুষ আগুন নেভানোর চেষ্টা করে। খবর দেওয়া হয় দমকলে। এবং যেহেতু লাইনের পারে এদের বাস টেন দাঁড় করিয়ে দেওয়া হয়। স্থানীয় মানুষ ও দমকলের তৎপরতায় আগুন নেভানো সম্ভব হয়। একটি বাড়ি সম্পূর্ণ ভষ্মীভূত হয়ে যায়।