BJP এরকম অনেক বড় বড় কেল্লাকে ভেঙে গুঁড়িয়ে দিয়েছে। আমার মনে হয় নতুন India গড়ার জন্য এটা West Bengal এ শেষ লড়াই হবে। Election র আগে TMC কে বাংলা থেকে বিদায়ের ডাক Dilip Ghosh র। I-PAC কর্ণধার Pratik Jain র বাড়ি এবং Saltlake র অফিসে বৃহস্পতিবার তল্লাশি চালায় ED বা Enforcement Directorate । আর রেড চলার সময় সেখানে পৌঁছে যান পশ্চিমবঙ্গের CM Mamata Banerjee তিনি সেখান থেকে ফাইল, হার্ড ড্রাইভ এবং ফোন বের করে আনেন বলে খবর। পাশাপাশি অভিযোগ করেন যে বিজেপির হয়ে কাজ করছে ইডি। ভোটের আগে পার্টির সমস্ত তথ্য হাতিয়ে নেওয়ার জন্যই এই চক্রান্ত।