যাদবপুর ইস্যুতে এবার সন্মুখ সমরে মদন মিত্র বনাম অর্জুন সিং। সোমবার অর্জুন সিংকে হুঁশিয়ারি দিয়ে তৃণমূল বিধায়ক মদন মিত্র বলেছিলেন, 'কামারহাটিতে ঢুকতে চাইলে, ঢুকতে পারবে, কিন্তু বেরতে আর পারবে না।' ২৪ ঘণ্টার ব্যবধানে কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্রকে পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিলেন ব্যারাকপুরের বিজেপি নেতা অর্জুন। অর্জুনের চ্যালেঞ্জ, 'কামারহাটি ছেড়ে দিন। মদন মিত্রকে বলুন, কোথায় আসতে হবে। ভবানীপুরে তো ওর অরিজিনাল বাড়ি। আমি যেদিন চাইব, ওর সঙ্গে থাকা লোকজন ওকে চড় থাপ্পড় মারবে!'