ফের বঙ্গ বিজেপিতে ভাঙনের জল্পনা। কোন্নগর বইমেলায় একই মঞ্চে দেখা হল তৃণমূল ও বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে যাওয়া দুই নেতাকে। একজন 'কালারফুল বয়' তথা কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র এবং অপর জন প্রবীর ঘোষাল। কিছুক্ষণ কথাও হয় দুজনের মধ্যে। এই রসায়ন দেখেই ফের প্রবীরের তৃণমূলে 'ওয়াপসির' জল্পনা উঠেছে। যদিও পুরো বিষয়টিকে দলের ওপরই ছেড়ে দিয়েছেন মদন মিত্র।