সন্দেশখালিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাল্টা সভা করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। যদিও এই সভার অনুমতি পুলিশ দেয়নি। মঙ্গলবার পুলিশ এই সভার অনুমতি না দিলেও শেষপর্যন্ত মঞ্চ থেকে বক্তব্য রাখেন শুভেন্দু। আর সেখানেই মুখ্যমন্ত্রীকে 'দুষ্টু লোক' মন্তব্য নিয়ে খোঁচা দিলেন শুভেন্দু অধিকারী। তিনি বলেন, এ রাজ্যে বিজেপি সরকার হলে সন্দেশখালির ঘটনায় কমিশন বসবে। আর যে মহিলাদের জেল খাটিয়েছেন, তাঁদের মিথ্যা মামলায় জেল খাটানোর জন্য বিজেপি মমতাকেও জেলে পাঠাবে।