মঙ্গলবার সন্দেশখালিতে সভা করেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। যদিও এই সভার অনুমতি দেয়নি প্রশাসন। মঞ্চে বক্তব্য শেষে শুভেন্দু বলেন, 'আগামীকাল কল্পতরু উৎসব। আমাদের তো দেওয়ার কিছু নেই। আমি ৫ হাজার শীতবস্ত্র দিয়ে গেলাম শুভঙ্কর, রেখা পাত্রকে। আগামীকাল ২৮টা শক্তিকেন্দ্রে ঠাকুর রামকৃষ্ণদেবের ছবি টাঙিয়ে শীতবস্ত্র বিতরণ হবে। প্রান্তিক মানুষরা এটাকে দান হিসাবে নয়, উপহার হিসাবে নেবেন। ২৮টা শক্তিকেন্দ্র সন্দেশখালিতে এই কর্মসূচি একযোগে সকাল ১১টার সময় হবে। ২৮টা শক্তিকেন্দ্র মানে হিন্দুপ্রধান শক্তিকেন্দ্র। মুসলিম এলাকায় আমাদের ব্যাপার ট্যাপার নাই কিছু। সোজা কথা সোজা বলা ভালো। তুমি আমার আর আমি তোমার। ভোট নাই তো আমিও নাই।'