'পার্থ ভৌমিক মেশিন পাল্টে জিতেছে বারাকপুরে। না হলে ৪৫ হাজার ভোটে জিততেন অর্জুন সিং'। তৃণমূল সাংসদের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কীভাবে এই দাবি করছেন? শুভেন্দুর বক্তব্য, এটা পুলিশই তাঁকে জানিয়েছে। পুলিশই ইভিএম বদল করেছিল।