মঙ্গলবার সকালে কাঁথি পুরসভার ৯ নং ওয়ার্ডের বিজেপি প্রার্থী বনশ্রী মাইতির হয়ে প্রচার সারলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিন বেশ কয়েক শ কর্মী সমর্থকদের নিয়ে নির্বাচনী প্রচারে প্রার্থীর হয়ে ঝড় তুললেন শুভেন্দু অধিকারী। প্রচার শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে, আনিস খান খুনের ঘটনায় রাজ্য সরকারকে তীব্র কটাক্ষ করে তিনি বলেন, “আনিস খানকে মমতা ব্যানার্জির পুলিশই খুন করেছে। এর সঙ্গে যুক্ত রয়েছেন হাওড়া পুলিশের এসপি এবং এডিশনাল এসপি। এখন উপরতলার আইপিএস অফিসারদের বাঁচানোর জন্য নিচের তলার পুলিশকর্মীদের বলির পাঁঠা করছে।” পাশাপাশি সিট-এর উপর অনাস্থা প্রকাশ করে তিনি আরও জানান, যদি আনিসের পরিবার কোর্টে লড়াই করতে চায়, তাহলে শুভেন্দু অধিকারী তাদের সঙ্গে থাকবে।