প্রাক্তন প্রধানমন্ত্রী এবং ভারতীয় জনতা পার্টির অন্যতম প্রতিষ্ঠাতা অটল বিহারী বাজপেয়ীর ১০০ তম জন্মবার্ষিকীতে তাঁকে শ্রদ্ধা জ্ঞাপন করে বিভিন্ন কর্মসূচি পালন করছেন বিজেপি নেতারা। সেইসঙ্গে এদিন পালিত হচ্ছে তুলসী পূজন দিবসও। আর এই দুই কর্মসূচি উপলক্ষে নন্দীগ্রামের অশ্বত্থতলা বেদ মন্দিরে সেবাদান কর্মসূচির আয়োজন করেছিলেন এলাকার বিধায়ক শুভেন্দু অধিকারী। বুধবার সেখান থেকেই মঞ্চে দাঁড়িয়ে ফের সনাতনীদের ঐক্যবদ্ধ হওয়ার ডাক দিলেন বিজেপি নেতা।