রাতের অন্ধকারে গ্রামে সদস্য সংগ্রহ করতে গিয়ে বিক্ষোভের মুখে বিজেপি বিধায়ক। তুমুল বাকবিতণ্ডা গ্রামবাসীদের সঙ্গে। বিজেপি বিধায়ককে ঘিরে ধরে গ্রামবাসীরা। বুধবার রাতের অন্ধকারে বাঁকুড়ার ইন্দাস বিধানসভার বিজেপি বিধায়ক নির্মল কুমার ধাড়া কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে ইন্দাস ব্লকের মান্দড়া গ্রামে যায় সদস্য সংগ্রহ অভিযান করতে। সেখানেই তুমুল বিক্ষোভের মুখে পড়ে বিজেপি বিধায়ক। বিজেপি বিধায়ক এবং তাঁর কর্মী সমর্থকদের সঙ্গে গ্রামবাসীদের ব্যাপক বাগযুদ্ধ হয়। গ্রামবাসীদের অভিযোগ জোড় করে তাঁদের গ্রামের লোককে বিজেপির সদস্য করার চেষ্টা করছিল বিধায়ক, কখনও হুমকি কখনও আবার কেন্দ্র সরকারের পক্ষ থেকে টাকার লোভ দেখিয়ে গ্রামবাসীদের কাছ থেকে ফোন নাম্বার চেয়ে নিচ্ছিল বিধায়ক।
সংবাদদাতাঃ নির্ভীক চৌধুরী