রামনবমীর মিছিলে ত্রিশূল হাতে বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পল। আসানসোল দক্ষিণের ধেনুয়া থেকে বার্নপুর টানেলের গেট শোভাযাত্রায় হাঁটেন। গেরুয়া পাগড়ি পরে অগ্নিমিত্রা শামিল হন মিছিলে।