গতকাল শনিবার কলকাতায় বিক্ষুব্ধ বিজেপি নেতাদের বৈঠকের পর রবিবার দুপুরে ঠাকুরনগর ঠাকুরবাড়িতে অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সদস্যদের নিয়ে বৈঠক করলেন শান্তনু ঠাকুর। বৈঠক শেষে শান্তনু ঠাকুর বলেন এটা অল ইন্ডিয়া মতুয়া মহাসঙ্ঘের কার্যকারী বৈঠক। এখানে রাজনৈতিক কোনও বিষয় নেই। একই দাবি করেন সুব্রত ঠাকুরও। পাশাপাশি তিনি বলেন, নাগরিকত্ব আইন লাগু হওয়ার শেষ তারিখ ছিল জানুয়ারি মাসের ৯ তারিখ। সেই তারিখ পার হয়ে গিয়েছে কিন্তু এখনো নাগরিকত্ব পায়নি মতুয়ারা। এ নিয়ে আগামীতে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে অল ইন্ডিয়া মতুয়া মহাসঙ্ঘের পক্ষ থেকে বিষয়টি তুলে ধরা হবে। অন্যদিকে এই প্রসঙ্গে প্রাক্তন তৃণমূল সাংসদ মমতা ঠাকুর বলেন, এটা সম্পূর্ণই নিজেদের গুরুত্ব বাড়ানোর কৌশল।