রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর গলায় প্রায়ই শোনা যায় মুসলিমদের ভোট বিজেপি পায় না। তাই মুসলিম ভোট বিজেপির চাই না। আর তা নিয়ে মুসলিমদের বিঁধে কম সমালোচনা করেননি তিনি। আর সেজন্য তিনি হিন্দুদের একজোট হওয়ার ডাক দিয়েছেন। তবে 26-এর বিধানসভা ভোট যত এগিয়ে আসছে বিজেপি বুঝতে পারছে হিন্দুদের ভোটের পাশাপাশি মুসলিদের সমর্থনও তাঁদের দরকার আছে। কেননা বাংলায় মুসলিম ভোটের পার্সেনটেজ নেহাত কম নয়। আর সেটা হাড়ে হাড়ে টের পাচ্ছে বিজেপি। আর তাই শমীক ভট্টাচার্য রাজ্য বিজেপির সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকে মুসলিমদের বিষয়ে নরম সুরই শোনা গিয়েছে তার গলায়। এই আবহে সম্প্রতি মুসলিমদের মাঝে গিয়ে বার্তা দিয়ে এসেছেন বিজেপির নয়া রাজ্য সভাপতি। ভারতীয় মুসলিমদের কেউ কেশ স্পর্শ করতে পারবে না বলে শমীক ভট্টাচার্যকে সেই ছবিতে বলতে শোনা গিয়েছে। আর সেই ভিডিও নিজের ফেসবুকে পোস্ট করেছেন শমীক নিজেই। এক ঝলকে দেখুন সেই ছবি।