সল্টলেকে এসএসসি অফিসের কাছে বিজেপির যুব মোর্চার বিক্ষোভের জেরে ধুন্ধুমার পরিস্থিতি। এসএসসি-কাণ্ডের প্রতিবাদে বৃহস্পতিবার এসএসসি ভবনের দিকে এগিয়ে যেতে থাকেন বিজেপির যুব মোর্চার কর্মীরা। বাধা দেয় পুলিশ। রাস্তায় বসে পড়েন গেরুয়া শিবিরের কর্মীরা। রাস্তায় টায়ার জ্বালিয়ে প্রতিবাদ করেন। বিজেপি কর্মীদের আটক করে পুলিশ।