বৃহস্পতিবার বিজেপির নবান্ন অভিযানকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে কলকাতা শহর। দফায় দফায় পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ বেধে যায় বিক্ষোভকারীদের। একটা সময় তাদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাসের সেল ও লাঠিচার্জ করতে হয় পুলিশকে। পরে তাতেও কাজ না হওয়ায় রীতিমতো জলকামানের ব্যবহার করা হয়। ঘটনায় আহত হয়েছেন রাজু বন্দ্যোপাধ্যায় সহ বেশ কয়েকজন বিজেপি নেতা কর্মী। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।