পেগাসাসকাণ্ড নিয়ে উত্তাল হয়ে উঠেছিল দেশ। মোদী সরকারের বিরুদ্ধে ইজরায়েলি সফটওয়ার দিয়ে বিরোধী নেতা ও সাংবাদিকদের ফোনে আড়ি পাতার অভিযোগে জাতীয় রাজনীতি তোলপাড় হয়েছিল। কেন্দ্রের বিরুদ্ধে অভিযোগ এনে নিজের মোবাইল ফোনে লিউকোপ্লাস্ট লাগিয়ে প্রতিবাদ জানিয়েছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । এবার খোদ রাজ্য সরকারের বিরুদ্ধে আড়িপাতা নিয়ে বিস্ফোরক অভিযোগ তুললেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। পেগাসাস ব্যবহার করে বিজেপি নেতাদের ফোনে আড়ি পাতছে রাজ্য-অভিযোগ সুকান্ত মজুমদারের। এব্যাপারে তৃণমূল নেতা মদন মিত্রের কাছে প্রতিক্রিয়া নিতে গেলে তিনি বলেন, বিজেপিতে লোকই নেই কার ফোনে পেগাসাস লাগাবেন। আর কী বলেছেন তৃণমূল বিধায়ক, শুনুন।