বিশেষভাবে সক্ষম প্রেমিকাকে প্রতারণা করেছিল খোদ প্রেমিক। আর সেই অভিযোগে তাঁকে গ্রেপ্তারও করা হয়। তবে জামিনে মুক্তি পেতেই আদালত চত্বরে মালা বদল করে বিয়ে সারার পর সুখে সংসার করার স্বপ্ন দেখছে দম্পতি।