বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে। ভারত-বাংলাদেশের সুসম্পর্কও প্রশ্নের মুখে পড়েছে। এই পরিস্থিতিতে বাড়তি সতর্কতা অবলম্বন করছে বিএসএফ। অনুপ্রবেশ রুখতে একাধিক কড়া পদক্ষেপ করা হচ্ছে। জানানো হল বিএসএফ-এর তরফে। এদিন সাংবাদিক সম্মেলনে সীমান্ত রক্ষী বাহিনীর এক আধিকারিক জানান, উন্নত তথ্য প্রযুক্তির সাহায্য নেওয়া হচ্ছে। যে সব জায়গাতে কাঁটাতার নেই সেখানে টহলদারি বাড়ানো হয়েছে।