জেলা সফরে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বীরভূমের পর আজ পূর্ব বর্ধমানে মমতা বন্দ্যোপাধ্যায়ে জনসভা ছিল। এদিন দুই বর্ধমানের একাধিক প্রকল্পের শিলান্যাস করেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেখান থেকেই মোদী সরকারের কর ব্যবস্থাকে ফের একবার আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী। নতুন কর কাঠামোয় আয়কর ছাড়ের ঊর্ধ্বসীমা বাড়িয়ে ৭ লক্ষ টাকা করার কথা ঘোষণা করেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। তা নিয়ে মমতা বলেন, মাছের তেলে মাছ ভেজেছে'। আয়করের অঙ্ক বোঝালেন তিনি।