ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের নির্বাচনী ফলে কারচুপি হয়েছে। এই অভিযোগে মামলা দায়ের করেছিলেন বিজেপি প্রার্থী অভিজিৎ দাস (ববি)। মঙ্গলবার সেই মামলার শুনানি হল কলকাতা হাইকোর্টে। বিচারপতি সুগত ভট্টাচার্য নির্বাচন কমিশন এবং ডায়মন্ড হারবারের ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসারকে নির্দেশ দিয়েছেন, নির্বাচনের সঙ্গে যুক্ত সব তথ্য, সিসিটিভি ফুটেজ এবং ডিজিটাল নথি সংরক্ষণ করতে হবে। বিজেপি প্রার্থীর আইনজীবী বিল্বদল ভট্টাচার্য জানান,'এই কেন্দ্রের নির্বাচনে যেভাবে কারচুপি হয়েছে, আদালতের নির্দেশে তা প্রমাণিত হবে'।