ঘড়ির কাটায় তখন সকাল পৌনে 9 টা। পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ট TMC কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্তের বাড়িতে CBI হানা। সূত্র বলছে প্রাথমিক নিয়োগ দুর্নীতিতেই এই হানা। আপনাদের নিশ্চয়ই নাকতলা উদয়ন সংঘের পুজোর কথা মনে আছে। যে পুজোর নাম উঠলেই দুটো মানুষের কথা বলা হত। এক পার্থ চট্টোপাধ্যায়। আর দুই বাপ্পাদিত্য দাশগুপ্ত। শোনা তো এও যাচ্ছিল নাকি বাপ্পাদিত্য গা ঢাকা দিয়েছেন। কিন্তু বৃহস্পতিবার সকালে তিনি জানিয়ে দিলেন তিনি কোথাও যাননি। তিনি বাড়িতেই আছেন।