অমিত শাহের শাহী সভার পরদিনই কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে সকাল থেকে সিবিআই অভিযান। বৃহস্পতিবার তৃণমূল কাউন্সিলরের বাড়িতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। বিধাননগর পুরসভার 7 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দেবরাজ চক্রবর্তীর বাড়িতেও হানা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকদের। প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে সিবিআই হানা বলেই সূত্রের খবর। রাজনৈতিক মহলে তাঁকে অনেকেই তৃণমূলের সাধারণ সম্পাদক তথা সেকেন্ড ইন কম্যান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলেই জানেন। তাহলে সেই কারণেই কি CBI হানা? এমনটাই মনে করছে দল।