কুন্তল অভিষেকের সম্পর্কটা ঠিক কী? সেটা এই মুহূর্তে স্পষ্ট নয়। কুন্তলের চিঠির ভিত্তিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জেরা করেছেন তদন্তকারী অফিসাররা। এবার সুত্র বলছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় আর কুন্তল ঘোষকে মুখোমুখি বসিয়ে জেরা করতে পারে CBI । কুন্তলের বয়ান খতিয়ে দেখে হয়তো দুজনকে মুখোমুখি বসিয়ে জেরা করা যেতে পারে। এই প্রথম SSC দুর্নীতি মামলায় দুজনকে একসঙ্গে বসিয়ে জিজ্ঞাসাবাদ করার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। যদিও এই নিয়ে এখনই CBI-র তরফে লিখিতভাবে কিছু জানানো হয়নি। আসলে কুন্তল ঘোষকে সেইভাবে চেনেন না বলেই দাবি করেছেন অভিষেক। কিন্তু কুন্তল বারবার বলেছে, তদন্তকারী আধিকারিকরা তাঁর চাপ দিচ্ছেন, বড় কোনও মানুষের নাম বলানোর জন্য। এখানেই শেষ নয়, কুন্তলের চিঠিতেও অভিষেকের নাম উঠে আসে। তাই কুন্তল অভিষেক সমীকরণটা এখনও স্পষ্ট নয়। এর আগে কলকাতা হাইকোর্ট নির্দেশ দেয় যে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং কুন্তল ঘোষ সবাইকে জেরা করতে পারবে তদন্তকারী অফিসাররা। সেই মতো কুন্তলকে জেরাও করেছে CBI। শোনা যাচ্ছে, কুন্তল যা কিছু জেরায় জানিয়েছেন , তা খতিয়ে দেখে প্রয়োজনে ফের তাঁকে হেফাজতে নেওয়ার জন্য আবেদন করা হতে পারে। তখনই দুজনকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করা হতে পারে। এর আগে গত ২০ মে টানা সাড়ে 9 ঘণ্টা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। জেরার পর অভিষেক সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেছিলেন, জিজ্ঞাসাবাদের নিট রেজাল্ট শূন্য।