বদলাচ্ছে সময়, ছেলে মেয়ে যে সমান সেই বার্তাও এখন এসে পৌঁছেছে Sundarban র প্রত্যন্ত এলাকায়। যেখানে এক সময় কন্যা সন্তান হলে অবহেলা করা হত, জন্মদাত্রীকে নানা ভাবে অত্যাচার করা হত, সেই সুন্দরবন এলাকায় এখন কন্যা সন্তান জন্ম হওয়ায় খুশির হাওয়া। হাসপাতাল থেকে মেয়ে ও মাকে বাড়ি নিয়ে যাওয়ার জন্য গাড়ি সাজিয়ে নিয়ে আসা হয়েছে। মেয়ে হওয়ার খুশিতে Hospital র সকল কর্মীদের মিষ্টি মুখ করানো হচ্ছে। আবার ব্যান্ড পার্টি নিয়ে এসে নাচানাচি করে মেয়ে ও মাকে বাড়ি ফিরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। গত দুদিনে বাসন্তী ও Canning এ দুটি ক্ষেত্রেই কন্যা সন্তান জন্ম নেওয়ায় এভাবেই উদযাপন করলেন পরিবারের অন্যান্য সদস্যরা।