হেরিটেজ তকমা পেল রবীন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতন। ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকায় বাংলার মুকুটে নতুন পালক পেল। রবিবার টুইটারে ঘোষণা করে ইউনেস্কো। এই ঘোষণার পরই বীরভূমে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মীরা ঢাক বাজিয়ে শহর পরিক্রমা করে এই আনন্দ উদযাপন করেন।