বারুইপুরের চম্পাহাটিতে বাজি ব্যবসায়ীর বাড়িতে বিস্ফোরণ। অগ্নিদগ্ধ ৩। শনিবার দুপুর নাগাদ চম্পাহাটির হাড়াল গ্রামের সরদার পাড়ায় পিন্টু মণ্ডল নামে এক বাজি ব্যবসায়ীর বাড়িতে বিস্ফোরণ ঘটে। সেই আগুন ছড়িয়ে পড়ে বাড়িতে মজুত থাকা বাজিতে। বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে পুরো বাড়ি ভেঙে চুরমার হয়ে যায়। অগ্নিদগ্ধ হয়ে হন মহিলা-সহ আরও দু'জন। দ্রুত কলকাতায় স্থানান্তরিত করা হয়। ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে বারুইপুর থানার পুলিশ।